নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাটে জুতোর মধ্যে সোনার বিস্কুট পাচারের চেষ্টা করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে ১০টি সোনার বিস্কুট। জানা গেছে, হিলি সীমান্তের জামালপুর এলাকায় সীমান্ত প্রহরায় মোতায়ন ছিল বিএসএফ-এর ৬১নং ব্যাটেলিয়ন।
প্রসঙ্গত, সেই সময় সন্দেহজনক এক মহিলাকে বিএসএফ আটক করে। এরপর সেই মহিলাকে তল্লাশি করে উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির আনুমানিক মূল্য ৮০ লক্ষ ৭০ হাজার ১০৪ টাকা।
প্রাথমিকভাবে জানা গেছে, জিজ্ঞাসাবাদ করার সময় আটক মহিলা বিএসএফকে জানায় এক বাংলাদেশী নাগরিক তাকে এই সোনার বিস্কুটগুলি দিয়েছে। ঘটনার পর পুলিশের সাথে বিএসএফ কর্তৃপক্ষ ত্রিমোহিনী এলাকায় যৌথ অভিযান চালায় এবং শিবেন্দ্রনাথ মহন্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে৷