রামপুরহাট থেকে উদ্ধার বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট

কেউ এই ঘটনায় জড়িত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rampurhat-pic

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার বিস্ফোরক স্থল হয়ে উঠল বীরভূমের রামপুরহাট এলাকা। রামপুরহাট থেকে উদ্ধার বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। এর আগেও বেশ কয়েকবার বীরভূমের বিভিন্ন এলাকা থেকে এই অ্যামনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। আর এদিনও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। 

রামপুরহাটের একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণের বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। একটি ট্রাককে বাজেয়াপ্ত করে সেই ট্রাকের ভিতর থেকে এই অ্যামনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। ট্রাক থেকে উদ্ধার ৩২০টি বিস্ফোরক ভর্তি ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই মজুত ছিল ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। 

TPsK4urnUk5VX1Q6_Reuters-Tim-Wimborne)

যা জানা যাচ্ছে, এই বিপুল পরিমাণ বিস্ফোরক তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল। ট্রাকের চালক, খালাসি সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা কেন ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।