বিজেপিকে সমর্থনে প্রতিশোধ! আর্থিক বরাদ্দ আটকে দেওয়ার হুমকি টিএমসি মন্ত্রীর! ফাঁস হয়ে গেল

বিজেপিকে সমর্থনের প্রতিশোধ হিসেবে কোচবিহার, দিনহাটা ও মাথাভাঙ্গা শহরকে আর্থিক বরাদ্দ আটকে দেওয়ার ঘোষণা করলেন তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ। সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত মালব্য।

author-image
Probha Rani Das
New Update
vbnkq8.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য আজ তৃণমূলকে নিশানা করে টুইট করেছেন। তিনি টুইট করে বলেছেন, “বিজেপিকে সমর্থনের প্রতিশোধ হিসেবে কোচবিহার, দিনহাটা ও মাথাভাঙ্গা শহরকে আর্থিক বরাদ্দ আটকে দেওয়ার কথা নির্লজ্জভাবে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ।”

vbnkq9.jpg

তিনি আরও বলেছেন, “এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিহিংসাপরায়ণ মন্তব্য তৃণমূলের বর্তমান রাজনৈতিক কৌশলের বিদ্বেষপরায়ণ ও প্রতিহিংসাপরায়ণ স্বভাবকেই তুলে ধরে। দলটি স্পষ্টতই 'বোদলা নয় বোড়ল চায়'-এর প্রাথমিক বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে, এখন প্রধানত 'বদলা'য় জড়িত, বিশেষত পৌরসভা এবং শহরাঞ্চলগুলিকে টার্গেট করে যেখানে বিজেপির প্রতি সমর্থন দেখানো হয়েছিল।”

তিনি বলেছেন, “এই নিন্দনীয় কর্মকাণ্ড দ্ব্যর্থহীনভাবে দেখায় যে এই তৃণমূল গুন্ডারা তাদের নিজের জনগণ এবং রাষ্ট্রের প্রতি সত্যিকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে রাষ্ট্রীয় বিষয়গুলির শীর্ষে তাদের অবস্থান দৃঢ় করা এবং তাদের ঔদ্ধত্যকে আরও অগ্রাধিকার দেবে। আসলে তৃণমূল বাঙালি বিরোধী।”   

Add 1