নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির ঘটনা নিয়ে অমিত মালব্য টুইট করেছেন, “সন্দেশখালির সারিবেড়িয়া থেকে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিবিআই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই ব্যাখ্যা করতে হবে কেন রাজ্যে বিপুল অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে? এটা বিপদজনক।”
তিনি আরও বলেছেন, “NSG মোতায়েন করা হলেও সিবিআইকে তদন্ত থেকে বিরত রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অস্ত্র উদ্ধার সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রশ্ন হল, যে জঙ্গিরা এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সন্ত্রাসবাদীদের রক্ষা করতে চাইছেন?”