নিজস্ব সংবাদদাতা: পুলিশ যখন অ্যাকশনে নামে, তখন সব ঠিক হয়। অন্তত রাজ্যের ভোট চিত্রে এমনই ছবি দেখতে চায় সাধারণ মানুষ। কিন্তু রাজ্যের দুর্ভাগ্য এই ছবি খুবই বিরল। তবে সেই বিরল ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগণার আমডাঙা।
আমডাঙায় অ্যাকশন মুডে ধরা দিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রীতিমতো তেড়েফুড়ে উঠল পুলিশ। লাঠি নিয়ে তেড়ে গেল জমায়েতের দিকে। জোর ধমক দিলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে। পরিষ্কার ভাষায় পুলিশকে বলতে শোনা গেল, ‘এরা কেন্দ্রীয় বাহিনী, জমায়েত দেখলে লাঠিচার্জ করবে। আমরা কিন্তু কিছু করতে পারব না। শান্তিপূর্ণ ভোট হতে দিন, নিজেরাও নিয়ম মানুন’।
একই সাথে এদিন আমডাঙা থেকে এও অভিযোগ আসে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে, ভোট থেকে তাঁদের বিরত রাখা হচ্ছে। সেই শুনেই এদিন গ্রামে পৌঁছায় পুলিশ। তারপর সমস্ত পরিস্থিতি নিজেদের আয়ত্তে এনে, গ্রামবাসীদের নিজেদের দায়িত্বে নিয়ে যান ভোট দেওয়াতে।