অচল হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা! চিন্তায় এলাকাবাসী

 সিপিআই(এম) থেকে তৃণমূল সরকারে এলেও বদলে যায়নি চিত্রটি । আসানসোলে এখনও ভয়াবহ অ্যাম্বুলেন্স পরিষেবা।

author-image
আপডেট করা হয়েছে
New Update
ambu

নিজস্ব সংবাদদাতা, দূর্গাপুর :  সিপিআই(এম) এর সরকার থাকার সময় আসানসোলের তৎকালীন সাংসদ বংশগোপাল চৌধুরী   তহবিল থেকে জামুড়িয়ার  মারওয়াড়ি যুব মঞ্চকে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। তবে বেশ কিছুদিন পর থেকেই অচল হয়ে পড়ে ওই  অ্যাম্বুলেন্সটি।  এই অবস্থার জেরে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা কয়েকটি অ্যাম্বুলেন্স  দেয়।  মনে করা হয়েছিল , তৃণমূল কংগ্রেস কর্মীদের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও ভাল হবে, আজ সেই অ্যাম্বুলেন্সের খারাপ অবস্থা হয়েছে ,এমনকি অ্যাম্বুলেন্সের চারদিকে বেরিয়েছে গাছপালা।



যে অ্যাম্বুলেন্সে রোগীদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার কথা ছিল  সেই অ্যাম্বুলেন্সে গাছে ভরা।  কয়েক দিন আগে আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় এবং জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং ৩০ টি  শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু কেউই এই  অ্যাম্বুলেন্স নিয়ে আলোচনা করেনি।




 এ বিষয়ে সিপিআই(এম) জেলা কমিটির সেক্রেটারি সার্কেলের সদস্য মনোজ দত্ত বলেন,আমাদের সরকার থাকাকালীন জামুড়িয়া পৌরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য বাঁশগোপাল চৌধুরীর মাড়োয়াড়ি যুব মঞ্চকে এক  অ্যাম্বুলেন্স প্রদান করেন , কিন্তু বর্তমানে সেই অ্যাম্বুলেন্স এখন এলাকা বাসীদের সেবা না দিয়ে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।  এই পুরো বিষয় নিয়ে জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল চেয়ারম্যান পবন কুমার মুন্ডিয়া জানান মাড়োয়ারি যুবমঞ্চকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল।  ততকালীন সংসদের ফান্ড থেকে যা দীর্ঘদিন জনগণের সেবায় ছিল, এরপর মাড়োয়ারি যুব মঞ্চ সেটি পরিষেবা দিতে না পারায় শাসক দলের নেতারা অ্যাম্বুলেন্সটি দখলে নেন। 


ad.jpg