সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্স ধুলোয় ঢাকা, স্থানীয়দের ভরসা সেই বাইরের অ্যাম্বুলেন্স!

প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখনও ব্যবহৃত হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: এমপি ল্যাড-এর অ্যাম্বুলেন্স ধুলো খাচ্ছে। বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার তাঁর সাংসদ তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এক অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য। এই অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টার পরিষেবা প্রদানের উদ্দেশ্যে চালু করার কথা ছিল। 

কিন্তু অভিযোগ উঠেছে, দীর্ঘ দুই বছর ধরে এটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসে পড়ে রয়েছে এবং যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।

অন্যদিকে, প্রাক্তন সাংসদের প্রদত্ত একটি পুরনো অ্যাম্বুলেন্স এখনও ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে সাংসদ ডঃ সুকান্ত মজুমদার জেলা শাসকের কাছে চিঠি লিখেছেন এবং এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন।

ambulance 1.jpeg

তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অ্যাম্বুলেন্সটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন নিয়মিত জনসাধারণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি দিবারাত্রি পরিষেবা প্রদান করছে”।

এদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এই বিষয়টিকে রাজ্য সরকারের উপর দোষারোপ করে বলেন, "জেলাবাসীর উন্নয়নের জন্য সাংসদ প্রদত্ত অ্যাম্বুলেন্সটি ইচ্ছাকৃতভাবে বসিয়ে রাখা হয়েছে। রাজ্য সরকার উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে”।

sukantaagh.jpg

এমপি ল্যাড-এর তহবিল থেকে দেওয়া এই অ্যাম্বুলেন্স ঠিক কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর পিছনে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করছে কি না, তা নিয়ে বিতর্ক এখনো অব্যাহত।