ভেনেজুয়েলা ভ্রমণের জন্য উইল করুন: অদ্ভুত ভ্রমণ পরামর্শ জারি করেছে আমেরিকা
যুদ্ধকালীন আইনের অধীনে ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট
শীর্ষ মুরগি রপ্তানিকারক এই দেশে বার্ড ফ্লু! বাণিজ্য নিষেধাজ্ঞা জারি
আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা

আমাজনের পতঙ্গভুক উদ্ভিদের দেখা পশ্চিম মেদিনীপুরে

আমাজনের পতঙ্গ।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলেও দেখা মিলল পতঙ্গভুক উদ্ভিদের। ওই উদ্ভিদের নাম 'সূর্য শিশির'। যার বিজ্ঞানসম্মত নাম 'ড্রসেরা'। দক্ষিণ আফ্রিকার আমাজনের জঙ্গলে এদের বিস্তার থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জঙ্গলে এদের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া ও চন্দ্রকোণা রেঞ্জের জঙ্গলেও দেখা গিয়েছে। শুষ্ক এবং যে মাটিতে নাইট্রোজেনের মাত্রা অত্যন্ত কম, সেখানেই এদের বাড়বাড়ন্ত। এই গাছের চারিদিকে বেশ কিছু শুঁড়ের মতো অংশ থাকে। শুঁড়ের ডগায় শিশুর বিন্দুর মতো আঠা জাতীয় পদার্থ থাকে। আকারে ছোট হলেও লাল রঙের আকর্ষণীয় ফুলের টানে পতঙ্গেরা উদ্ভিদের সংস্পর্শে আসে। তখন শুঁড়ের আঠালো অংশে আটকে যায়। শুঁড়ের মাধ্যমে পতঙ্গের শরীর থেকে নির্যাস সংগ্রহ করে নেয়। 

মেদিনীপুরের সদর ব্লকের গুড়গুড়িপালে পরিত্যক্ত ইকো পার্কের জলালয়ের পাশে দেখা গিয়েছে। যদিও স্থানীয়দের দাবি বহু বছর ধরে রয়েছে। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার ছাত্র-ছাত্রীরাও তা দেখতে একাধিকবার গিয়েছেন। স্থানীয় যুবক মানস গুচ্ছাইত ও চঞ্চল সিং বলেন, "আমরা যখন স্কুলে পড়তাম তখন জীবন বিজ্ঞানে ওই বিষয়টি পড়েছিলাম। পরে স্কুলে নিয়ে গিয়ে স্যারকে দেখিয়েছিলাম। বহু বছর ধরে এখানে রয়েছে।" অন্যদিকে চন্দ্রকোণা রেঞ্জের ধামকুড়িয়ার জঙ্গলেও দেখা গিয়েছে। বনকর্মীরা জঙ্গলে টহলরত অবস্থায় তা দেখতে পান। ওই পতঙ্গভুক উদ্ভিদগুলিকে যাতে কেউ নষ্ট না করে দেয়, সেদিকেও নজর রাখা হয়েছে। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, " গুড়গুড়িপাল ইকোপার্কের জলাশয়ের পাশে প্রচুর রয়েছে সূর্য শিশির। এগুলি রক্ষা করারও চেষ্টা চলছে। স্থানীয় মানুষজনকেও সচেতন করা হচ্ছে। "