অমর্ত্য সেনের বাড়িতে ১৪৫ ধারা!

দীর্ঘ দিন ধরে চলা জমি বিতর্ক নিয়ে বিশ্বভারতী বারবার দাবি করেছে অমর্ত্য সেনের লিজ নেওয়া জমির পরিমাণ ১.৩৮ একর নয়, ১.২৫ একর। অর্থাৎ তিনি বিশ্বভারতীর ১৩ শতক জমি ‘জবরদখল’ করে রাখছেন এটাই হল অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
Amartya sen

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘বিতর্কিত’ জমি সংলগ্ন এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তাঁর আইনজীবী। এর প্রেক্ষিতে সোমবার অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’ এবং বাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। এর পাশাপাশি ছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্য সেনের পক্ষে প্রতিনিধিরা। বেশ কিছুক্ষণ ধরে জমির মাপামাপি করার পর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা জানান যে রিপোর্ট আকারে তাঁরা আদালতের কাছে তথ্য জমা দেবেন। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ যাতে না হয় সেই মর্মে ১৪৫ ধারা চেয়ে প্রশাসনের কাছে বুধবার আবেদন জানান অমর্ত্য সেনের আইনজীবী।