নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে ঘাটাল পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। নৌকা ও ডিঙ্গি করেই চলছে যাতায়াত। দুর্যোগ কমলেও দুর্ভোগ কাটছে না ঘাটালবাসীর। কয়েকদিন পর আজ থেকে কিছুটা উন্নতি হয়েছে ঘাটালের বন্যার। ধীরগতিতে কমছে ঘাটালের বন্যার জল।
কিন্তু জল কমতে শুরু হলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। ইলেকট্রিক না থাকার কারণে ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। এক কথায় বলতেই হয়, বন্যার জল কমতে শুরু হলেও সমস্যা কমছে না ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের।
ঘাটালের পাশাপাশি দাসপুর, চন্দ্রকোনাতেও বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত রয়েছে। তবে নদীর জল ধীরগতিতে কমায় প্লাবিত এলাকাগুলি থেকে জল নামতে বেশকিছুদিন সময় লাগতে পারে বলে মনে করছে জলবন্দি বাসিন্দারা। প্রশাসনের তরফে পরিস্থিতির মোকাবিলায় সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে।