নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে চলা উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া নজরদারি। কিন্তু বহু সময় বিএসএফের নজর এড়িয়ে চোরাপথে ভারতে আসার চেষ্টা চালাতে দেখা গিয়েছে সে দেশের নাগরিকদের। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০ টি গ্রাম ও ২৩টি বুথ এলাকাসহ গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলগুলিতে বসানো হল অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।
সূত্র মারফত জানা গিয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে বসানো হয়েছে প্রায় পঞ্চাশটি ক্লোজ সার্কিট ক্যামেরা। জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর বাজার, জামতলা, হরিদাসপুর, ছয়ঘড়িয়াসহ একাধিক এলাকায় এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
একদিকে যেমন পুলিশ প্রশাসন নজরদারি চালাবে, তার পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও বিশেষ নজর রাখা হবে এলাকার মানুষের গতিবিধির উপরেও বলে জানান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে যাতে জঙ্গির প্রবেশ এ রাজ্যে না হয়, সেই দিকে নজর রাখতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানা গিয়েছে।