প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ! বেতন হয়ে গেল বন্ধ! ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ

শিক্ষকের কারচুপি হল প্রমাণিত।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-08-02 at 9.00.50 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল শিক্ষা দফতরে। তার তদন্তে কার্যত প্রমাণিত হল তিনি অনিয়ম করেছেন। যার ফলে তার ৩ বছরের বেতন বৃদ্ধি বন্ধের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ঘটনায় শোরগোল পড়েছে শিক্ষামহলে। 

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ভৌমিকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলে বিদ্যালয়ের পরিচালন সমিতি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে বিদ্যালয়ের গেটে পোস্টার চিটিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকদের একাংশ। তাদের অভিযোগ ছিল, উন্নয়নমূলক বিভিন্ন ফান্ডে টাকা এলে সেই টাকা খরচ না করে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক গৌতম ভৌমিক। বিজ্ঞান বিভাগে ল্যাবরেটরির জন্য প্রায় ১৩ লক্ষ টাকা, বিল্ডিং সারানোর জন্য ২০ লক্ষ টাকা এসেছিল। সেই টাকায় কোনও কাজ না করে প্রধান শিক্ষক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছিলেন। তবে ওই দুর্নীতির পেছনে বিগত পরিচালন সমিতিকে দায়ী করেছিলেন বিক্ষোভকারীরা। শুধু দুর্নীতি নয়। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে পড়াশোনাও ঠিক মতো হয় না। ক্লাসে শিক্ষকরা না গেলেও কিছু বলেন না। শিক্ষকদের খুশি রাখার জন্য ইচ্ছেমতো তাদের ছুটি দেন প্রধান শিক্ষক। বর্তমান পরিচালন সমিতির সভাপতি দীপক অধিকারী বলেন, "প্রধান শিক্ষক পরিচালন সমিতির সঙ্গে কোনওরকম যোগাযোগ না করে নিজ মর্জিতে কাজ করে যান। আগের সমিতির সঙ্গে যোগাযোগ করে যেভাবে টাকা তছরুপ করেছেন সেভাবে কাজ করতে চাইছেন উনি। কিন্তু আমরা বলেছি সরকারি নিয়ম নীতি মেনে চলার। তাতে উনি রাজি নন। উনি যে আর্থিক অনিয়ম করেছেন তা প্রমাণিত হয়ে গেল"। তবে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক গৌতম ভৌমিক।