নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বর্ধমান জেলার মুচিপাড়া শিবপুর মোর সংলগ্ন দশ বিঘের মত একটি জমির অর্ধেকের বেশি জায়গা জলাশয় ছিল দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী হিরণময় দাস তিনি নিজের প্রভাব খাটিয়ে জেসিপি মেশিনের দ্বারা প্রায় কয়েকশো লেবার দিয়ে ওই জমি ভরাট করছিল বেশ কয়েকদিন ধরে। এই জলাশয় ভরাটের কারণে স্থানীয়দের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল স্থানীয়দের দাবি জলাশয় বন্ধ করার কারণে সেই জল বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে ঢুকে পড়ায় বিপত্তি।
জানা গিয়েছে, সাওন রুইদাস নামে এক ব্যক্তি নিজেকে ওই জমির ভাগচাষী হিসেবে দাবি করে। তিনি জানান, '' ওই জমির মধ্যে এলাকার জল জমা হচ্ছিল এই জমিতে। সেই কারণে মাটি ভরাট করা হচ্ছে এবং আগামী দিনে আবার ওই জমিতে চাষ করা হবে। যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তিনি অন্য কথা বলছেন। প্রভাবশালী ব্যবসায়ী হিরন্ময় দাসের মদতে চলছিল জলাশয় ভরাটের কাজ বলে দাবি করেছেন। ''
খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কিভাবে করল এবং এই মাটি তোলার অনুমতি কে দিল জানতে চাইলে কোনও সদুত্তর পায় নি। সেই কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।