নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব শেষ হলেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এবার বাম প্রার্থীর বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠলো। ঘটনাস্থল হুগলির গোঘাট দুই নম্বর ব্লকের কামারপুকুর। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
উক্ত এলাকায় সিপিএমের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম নেতা তিলক ঘোষ। মধ্যরাতে তার বাড়ির জানলা দিয়ে বোমা ঢুকিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাম প্রার্থী। তিনি জানান যে পুলিশ অফিসার কোনওরকম সিজ না করেই বোমাটা তুলে নিয়ে চলে যান। ভয়ের পরিবেশ তৈরি করতেই তৃণমূল বাড়িতে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ বাম প্রার্থীর।