শুরু ডামাডোল! যাচ্ছেন অভিষেক

তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগ তুলে সরব পৌরবাসী ও কাউন্সিলর। হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌরসভায় বিক্ষোভে শামিল পৌরবাসী।

author-image
Pallabi Sanyal
New Update
1

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব  ও দুর্নীতির অভিযোগ তুলে সরব পৌরবাসী ও কাউন্সিলর। হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌরসভায় বিক্ষোভে শামিল পৌরবাসী। যদিও তাদের দাবি, তারা সকলেই তৃণমূল কর্মী । অভিযোগ, টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে বাড়ি, এমনকি উন্নয়নের টাকা আত্মসাৎ করছেন পৌরসভার চেয়ারম্যান ও তার মদত পুষ্ট লোকেরা। এমনই অভিযোগ তুলে পৌরসভার ভেতরে ঢুকে তুমুল বিক্ষোভ দেখানো হল। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভায়।

 ক্ষীরপাই পৌরসভার কয়েকটি ওয়ার্ডের নাগরিকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সামিল হয় । তাদের অভিযোগ, ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান উন্নয়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছেন। তিনি যেখানে কাউন্সিলর হন সেই ওয়ার্ডে উন্নয়নের বন্যা বয়। অভিযোগ, অন্য ওর্য়াডগুলিতে উন্নয়নের ঢেউ পৌঁছায় না। তাই তারা বাধ্য হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীরা বলেন, যারা প্রকৃত গরিব মানুষ তারা হাউজ ফর অলের ঘর পাচ্ছেন না। অথচ বহিরাগত লোকেরা ক্ষীরপাই এ জায়গা কিনে ভোটার কার্ড পরিবর্তন করে অর্থের বিনিময়ে হাউস ফর অল প্রকল্পে বাড়ি পেয়ে যাচ্ছে। পৌরসভা এ বিষয়ে উদাসীন। যদিও পৌরবাসীর এই অভিযোগ কে সমর্থন করেছেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিক্ষোভকারীদের দাবি, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের লোক । ভোটের সময় তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি। যদিও ১নম্বর ওয়ার্ড বিধানসভা ও লোকসভা ভোটে অনেকটাই পিছিয়ে ছিল । তা সত্ত্বেও তারা উন্নয়নের স্বার্থে মানুষকে বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জিতিয়েছিল। ভোটে জিতে যাওয়ার পর কাউন্সিলর থেকে পৌরসভার চেয়ারম্যান কেউ তাদের কথা শুনছেন না।যদিও এবিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানান, ''যারা এসেছিল ওরা দলের কেউ নয়,দলকে ভালোবাসলে ওরা এমনটা করতো না।কাউকে কিছু না জানিয়েই পৌরসভায় এসে বিক্ষোভ দেখানো হয়েছে।যেহেতু সামনেই দলের একটা বড় কর্মসূচি রয়েছে(অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার) তাকে হেয় করার জন্যই চক্রান্ত করে এসব করা হয়েছে,দল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে।"