দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিনা অনুমতিতে চলছিল গাছ কাটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছকাটা বন্ধ করে কাটা গাছ বাজেয়াপ্ত করল প্রশাসন।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নং ওয়ার্ড আড়গোড়াএলাকার।
জানা যায়,আড়গোড়া এলাকার বাসিন্দা পূর্ব মুখার্জি বিনা অনুমতিতে বড় মাপের একাধিক গাছ কাটছিলেন।গাছ কাটার ক্ষেত্রে বনদপ্তর একাধিক নিয়মকানুন লাগু করেছে।সেসব তোয়াক্কা না করে ওই ব্যক্তি রীতিমতো মজুরি দিয়ে একের পর এক বড় মাপের গাছ কাটাচ্ছিলেন।সেই গাছ গাড়িতে লোড হয়েও চলে যাচ্ছিল,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করল প্রশাসন।শুধু তাই নয়, কাটা গাছের গুঁড়ি, গাড়ি সমেত বাজেয়াপ্তও করা হয়।গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল,ঘাটাল থানার ওসি দেবাংশ ভৌমিক সহ পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা।গাছের মালিক পূর্ব মুখার্জি অবশ্য স্বীকার করে নিয়েছেন বিনা অনুমতিতে গাছ কাটার কথা,তার সাফাই অনুমতি নিতে হয় বলে জানা ছিলনা।নিজের বাড়ির কাজের জন্য গাছগুলি কাটা হচ্ছিল।যদিও ইতিমধ্যে ৭-৮ টি বৃহদাকার গাছ কাটা হয়ে গেছে এবং তার গুঁড়ি গাড়িতে লোডও হয়ে যায়,অন্যত্র বিক্রির উদ্দেশ্য তা নিয়ে যাওয়া হচ্ছিল বলেই মনে করা হচ্ছে।এবিষয়ে ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল জানান, ''বিনা অনুমতি গাছগুলি কাটা হচ্ছিল। ইতিমধ্যেই বেশকয়েকটি গাছ কাটা হয়ে গিয়েছে। সেগুলি বনদপ্তর বাজেয়াপ্ত করবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'' গাছকাটা নিয়ে এই জেলায় একাধিক অভিযোগ সামনে আসায় কড়া বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরই গাছ কাটার ক্ষেত্রে বনদপ্তর বেশকিছু কড়া নিয়মকানুন লাগু করে,তারপরও এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।