ফের র‍্যাগিং, এবার বিশ্বভারতী!

যাদবপুরের পর এবার বিশ্বভারতীতে র‍্যাগিংয়ের অভিযোগ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হেনস্থার অভিযোগ উঠল। তিন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তড়িঘড়ি বিশ্বভারতী কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় বলে সূত্রের খবর। অভিযোগ, বিশ্বভারতীর নীচুবাংলো ছাত্রাবাসে অভিযুক্ত তিন ছাত্র থাকেন। তাঁদের বিরুদ্ধে হোস্টেলে থাকা ছাত্রদের একাংশ হেনস্থার অভিযোগ তোলে বলে জানা গিয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, কয়েকজন অভিভাবক এই অভিযোগ জানিয়েছিলেন। এরপর সোমবার হোস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

রাতেই অভিযুক্তদের মধ্যে দুই ছাত্রকে সেন্ট্রাল অফিসে নিয়ে যাওয়া হয়। তৃতীয়জন এই মুহূর্তে বিশ্বভারতীতে নেই বলে জানা গিয়েছে। এই ঘটনার পর তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিভিন্ন হোস্টেল ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনওরকম পড়ুয়াদের উপর মানসিক বা শারীরিক হেনস্থার অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। তবে সোমবার রাতের ঘটনায় চাপানউতর তৈরি হয় ক্যাম্পাসে।