নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এবার থ্রেট কালচারের অভিযোগ উঠল বাঁকুড়ার কলেজে। সূত্র মারফত জানা গিয়েছে যে, কলেজের বাইরে আর জি করের ঘটনার বিচার চেয়ে স্ট্রিট পেইন্টিং করায়, দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো বিভাগীয় প্রধান তথা তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে কলেজের মেন গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল কলেজের ছাত্রীরা।
যদিও শ্যামল সাঁতরার দাবী, ' আর জি করের ঘটনার প্রতিবাদের জন্য নয়, ক্লাসে ওই দুই ছাত্রী নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে চাঁদা আদায় করে অন্যান্য ছাত্রীদের উত্যক্ত করত এবং অন্যান্য ছাত্রীদের পঠন পাঠনের স্বার্থেই এমন কথা বলা হয়েছিল। '
সারদামনি মহিলা কলেজের ছাত্রীদের একাংশের দাবী সম্প্রতি ঘটে যাওয়া আর জি কর কান্ডের প্রতিবাদে কলেজে বিক্ষোভ কর্মসূচী করার অনুমতি চেয়েছিলেন তারা। কিন্তু সেই অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে স্ট্রিট পেইন্টিং করেন ছাত্রীদের একাংশ। সেই স্ট্রিট পেইন্টিংয়ে অংশ নিয়েছিলেন কলেজের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মন্ডল ও প্রেয়সী টুডু। ওই দুই ছাত্রী পরবর্তী দিনে কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বিরুদ্ধে। যদিও কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে ওই দুই ছাত্রীকে ক্লাসে ফেরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আরজি করের ঘটনার বিচারের দাবীতে আজ সারা দেশ উত্তাল হয়ে উঠেছে।