তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ

তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে।

author-image
Aniket
New Update
s






নিজস্ব প্রতিনিধি: সরকারি দপ্তরের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে কৃষি জমিতে সেচের জলের ব্যবস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্য। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপমহল এলাকার। অভিযোগ এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে তৃণমূল নেতা জয়দেব দোলই গ্রাম পঞ্চায়েতের বর্জ্য পদার্থ নিষ্কাশন দপ্তরের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে পাম্প চালিয়ে মাঝেমধ্যেই এলাকার কৃষকদের কৃষি জমিতে জল দিচ্ছেন। রাতের অন্ধকারে পাম্প চালিয়ে জল দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপির এক পঞ্চায়েত সদস্য পিন্টু দোলই। পুরো বিষয়টি তিনি তার মোবাইলে ভিডিও রেকর্ডিং করে, সেই ভিডিও সহ লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে।

তবে জয়দেব বাবুর এহেন কার্যকলাপে পড়ে গিয়েছে শোরগোল। এই বিষয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাঁটি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন, এই বিদ্যুৎ নেওয়ার বিষয়ে জয়দেব বাবু তাকে কিছু জানায়নি। তবে লিখিত অভিযোগ পেয়েছেন বিরোধীদের তরফে। দ্রুত গ্রাম পঞ্চায়েতে একটি সাধারণ সভা ডাকা হবে, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত জয়দেব বাবু জানান, তিনি বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানিয়ে অনুমতি নিয়েই করেছেন। তবে বিদ্যুৎ নিয়ে যে পাম্প চালিয়েছেন অভিযোগ স্বীকার করেছেন তিনি। এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর এই ঘটনা সমর্থন না করলেও জয়দেব বাবুর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, তিন টাইমের প্রধান ছিলেন জয়দেব বাবু তার মানুষের জন্য কাজ করার একটা নেশা রয়েছে। তিনি কৃষকদের স্বার্থে তাদের চাষের জন্যই বিদ্যুৎ নিয়ে সেচের জল দিয়েছেন। পাল্টা তৃণমূলকে খোঁচা দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল  কপাট। তিনি বলেন, "ওদের গ্রাম পঞ্চায়েত প্রধান স্বীকার করছেন কোনো অনুমতি নেওয়া হয়নি বিদ্যুতের জন্য আবার তাদেরই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাফাই দিচ্ছেন জনগণের স্বার্থে চুরি করেছে তাদের প্রাক্তন প্রধান। এদের কাজটাই চোরের পাশে দাঁড়ানো এবং চুরি করা।যদি সদিচ্ছা থাকে তাহলে ওদের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক।"