মৃত ব্যক্তির নামে জাল নথি তৈরি করে বিক্রি জমি, বিপাকে পরিবারের সদস্যরা

দুর্গাপুরে মৃত ব্যক্তির নামে জাল নথি তৈরি করে জমি বিক্রির অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মৃত ব্যক্তির পরিবার দুর্গাপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
land mafia edit.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের দুর্গাপুরের কাণ্ডেশ্বরে প্রোমোটার রাজ। মৃত ব্যক্তির নামে সরকারি জমির নথি তৈরি করে তা বিক্রি করার  অভিযোগ উঠল বেশ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বিভাস সো নামের এক জমি মাফিয়াকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে শুক্রবার মহকুমা আদালতে তোলা হয়। সূত্রের খবর, কাণ্ডেশ্বর এলাকার বেশ কয়েকজন মৃত ব্যক্তির জমির জাল নথি তৈরি করে জমি বিক্রি করে বেশ কয়েকজন জমি মাফিয়া। তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত ব্যক্তিদের পরিবার- পরিজনেরা। এক অভিযোগকারীর দাবি, তাঁর মৃত বাবার নামে জাল নথি বের করে জমি বিক্রি করেছে মাফিয়ারা। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই তাঁরা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন। জমি দখল করে বিক্রি করার অভিযোগ দায়ের করেন তাঁরা।