৪৪ কিলোমিটার পর্যন্ত পাইপলাইনের কাজ করিয়ে সম্পূর্ণ টাকা না দেওয়ার অভিযোগ

বেইমানির অভিযোগ উঠেছে।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইপ লাইনের কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ তুললো এক সাব ঠিকাদার আরেক ঠিকাদারের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই গোবিন্দ মাইতি এ বিষয়ে সংবাদ মাধ্যমে কিছুই বলতে চাইছে না। চিন্তায় রয়েছে সাব ঠিকাদার তাপস পড়িয়া।

তার অভিযোগ ডেবরায়  বিক্রমপুরে ৪০ কিলোমিটারের বেশী রাস্তা জুড়ে পি এইচ ইর পাইপ লাইনের কাজ করছে ভগবানপুর ২ ব্লকের সাব ঠিকাদার তাপস পড়িয়া। এ বিষয়ে ইতিমধ্যে ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর এবং ৭ নং মলিহাটি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে তাপস পড়িয়া। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, '' কিছু সমস্যা হয়েছে, আমার কাছে জানিয়েছিলেন ওনারা। আমি বিষয়টি নিয়ে কিছু বলতে চাইনা। এটা উর্ধতন কর্মকর্তাদের ব্যাপার। আমি চাই ওনাদের কিছু সমস্যা থাকলে নিজেরা মিটিয়ে নিক। ''

তাপস পড়িয়ার অভিযোগ, '' আমাকে কিছু টাকা দেওয়ার পর অন্য একজনের একাউন্টে টাকা পাঠাচ্ছে গোবিন্দ মাইতি। কাজ আমি করছি। ওই ঠিকাদার গোবিন্দ মাইতি আমার সঙ্গে কথাও বলছেন না। আমি চাই আমার প্রাপ্য টাকা আমাকে দিক। আমি খুব সমস্যায় আছি। ''