নিজস্ব সংবাদদাতা: জোড়াসাঁকো থানা এলাকার যুবককে খুনের অভিযোগ। গ্রেফতার ১। নিহত যুবকের নাম মহম্মদ নাসিম (৩০)। কামারহাটির বাসিন্দা ওই ব্যক্তি। রবিবার সকালে সংজ্ঞাহীন অবস্থায় ওই যুবককে জোড়াসাঁকো এলাকায় মহাত্মা গান্ধী রোডে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায়।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
পুলিশ সূত্রে খবর, কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে ধরা পড়ে এটি খুনের ঘটনা। নিহতের মাথায় গুরুতর আঘাত রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনের অভিযোগে এমজি রোডের বাসিন্দা শাহনওয়াজ ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে।