ভোট পর্ব শেষ, রাতেও চলছে ব্যাপক বোমাবাজি, আতঙ্কে সাধারণ মানুষ

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও শান্ত হয়নি বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন্মব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ভোট মেটার পর রাতে ফের নতুন করে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল ও রানিনগরের বিভিন্ন এলাকা। ভোট শেষের পর বেশ কিছু বুথ থেকে যখন ব্য়ালট বাক্স বের করা হচ্ছিল, তখন একদল দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। শাসক-বিরোধী উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। ভয়ে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কে বেশ কিছু গ্রাম থেকে সাধারণ ভোটাররা অন্যত্র চলে যেতে শুরু করেছেন। দুই-পক্ষের বাড়ি ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ।

সন্ধ্যা নামতেই ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডোমকল, রানিনগরের বিভিন্ন এলাকা। কার্যত অগ্নিগর্ভের আকার নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে বেশ কিছু জায়গায় পুলিশকর্মীরা অন্ধকারে লুকিয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গায় বোমার সুতলি পড়ে থাকতে দেখা গিয়েছে। রাস্তার উপর বোমাবাজির চিহ্ন স্পষ্ট। কিছু কিছু জায়গায় পুলিশকর্মীরা দল বেঁধে টহলদারিতে নেমেছেন।