তৃণমূলের প্রধান ও তাঁর স্বামীকে জুতো, লাঠি দিয়ে মার! তুমুল উত্তেজনা

ফের শিরোনামে মুর্শিদাবাদ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
12

file pic

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার তুমুল উত্তেজনা ছড়াল ভরতপুরের সিজগ্রাম গ্রামপঞ্চায়েতে। ঝরল রক্ত, আহত হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চায়েত প্রধান। সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লকের সিজগ্রাম গ্রামপঞ্চায়েতের কোন সদস্যর কী কাজ হবে সেসব নিয়ে সিদ্ধান্ত হয়। অভিযোগ, সেখানেই কয়েকজন দুষ্কৃতী প্রধান রেশমিনা বিবি ও তাঁর স্বামীর উপর হামলা চালায়। রেশমিনার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতি। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। পাল্টা কংগ্রেস বলছে, গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

প্রধানের পরিবার জানিয়েছে, "সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রধান বেরিয়ে আসার পর একটু ঝামেলা হয়। নিট্টু নামে একজন ঝামেলা লাগায়। এরপরই আরেকজন এসে রেশমিনা বিবিকে ইট দিয়ে মারে। রেশমিনার স্বামীকেও বেধড়ক মারধর করা হয়। জুতো, লাঠি দিয়ে মারে কংগ্রেসের লোকজন।"