BJP প্রার্থী চেয়েছেন টাকা! ভোটের আগেই আবার উত্তপ্ত বাংলা

ভোটের আগেই ভোটের যুদ্ধ রীতিমত শুরু হয়ে গেছে। এক দল আরেক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেই যাচ্ছে। আবার কোথাও কোথাও এখনও বিক্ষিপ্তভাবে চলছে চাপা লড়াই।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-06-23 at 3.13.11 PM

হরি ঘোষ, জামুড়িয়া: ভোটের আগে তড়িঘড়ি নিকাশী নালী বানিয়ে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত প্রার্থীর অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল ও ঠিকাদারের। 

তোপসি পঞ্চায়েতের ২৪০ নম্বর বুথ এলাকায় একটি ড্রেন মেরামতের কাজ করা হচ্ছে। বিজেপি অঞ্চল সভাপতি তথা ২৪৫ নম্বর বুথের বিজেপি মনোনীত প্রার্থী রাজু মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের প্রভাবিত ও বিভ্রান্ত করার জন্য ঠিকাদার দ্বারা ড্রেন মেরামতের কাজ করা হচ্ছে। ঠিকাদারকে বারংবার বলা সত্ত্বেও মেরামত কাজের কাগজপত্র দেখাননি বলে অভিযোগ করেন প্রার্থী। রাজু মণ্ডল বলেন যে এই প্রসঙ্গে তিনি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার এবং ব্লক উন্নয়ন আধিকারিককেও ফোন করেছিলেন, কিন্তু এই নিয়ে কেউ তাঁকে নাকি কিছুই বলেননি। তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দাবি জানান বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

ড্রেন মেরামতির টেন্ডারের কাগজ কেন দেখানো হয়নি? এই প্রশ্নের উত্তরে ঠিকাদার সঞ্জয় মণ্ডল জানান যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে ড্রেন মেরামতের কাজের বরাত তিনি পেয়েছিলেন। অনেক দিন আগে থেকে কাজ করা হচ্ছিল কিন্তু প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে এই কাজটি পিছিয়ে গেছে যার কারণে এখনও কাজ বাকি রয়েছে। সঞ্জয় মন্ডল অভিযোগ করেন যে বিজেপি প্রার্থী রাজু মণ্ডল তাঁর কাছ থেকে টাকা চেয়েছিলেন তিনি দিতে অস্বীকার করায় রাজু মণ্ডল তাঁর কাছে ড্রেন মেরামতের কাজের আদেশ সম্পর্কিত নথি চেয়েছিলেন। কিন্তু তিনি অস্বীকার করেছিলেন। 

জামুড়িয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ পাল্টা দাবি করেন যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজু মন্ডল ভিত্তিহীন অভিযোগ করছেন। জগন্নাথ শেঠ জানান যে রাজু মন্ডল ঠিকাদারের কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকার করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন।

তোপসি গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ জানান যে ভোট ঘোষণার অনেক আগেই এই কাজের টেন্ডার হয়েছিল। ঠিকাদার অনেকদিন ধরেই কাজ করছেন। তারই মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যায়। ফলে এই কাজের সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী রাজু মণ্ডলের টাকা চাওয়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি জানান যে পঞ্চায়েতের দুর্নীতি ধরে ফেলায় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে।