নিজস্ব সংবাদদাতা: রাতভর পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বালিবোঝায় ট্রাক এবং মোরামবোঝায় ট্রাকে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলায় ৭টি বালিবোঝায় ট্রাকে এবং ৫টি মোরামবোঝায় ট্রাকে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে এক লক্ষ টাকা করে ফাইন করা হয়। এরপর রাতভর পুরো জেলা জুড়ে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
/anm-bengali/media/media_files/2025/03/21/AR9TLIAQ5WVRYaEeme1l.jpeg)
জেলা প্রশাসন সূত্রে খবর, এদিন রাতভর জেলার বিভিন্ন প্রান্তে ৯৮৪টি অভিযানে প্রায় ৩ কোটি টাকা ফাইন করা হয়েছে বালি, মোরাম, সহ অনান্য গাড়িতে। পাশাপাশি এফআইআর করা হয়েছে ৫টি। শুক্রবার সকালে জেলা প্রশাসনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।