ফাঁস হয়ে গেল সব ! প্রকাশ্যে এল লক্ষ্মীর ভাণ্ডারের গোপন কারচুপি

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কারচুপি।

author-image
Adrita
New Update
য

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশ্যে এল লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ টাকার গোপন কারচুপি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। তফশিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর জনজাতির মহিলাদের ভাতার পরিমাণ হল ১২০০।

Laxmi Bhandar | Number of beneficiaries in Lakshmi Bhandar scheme crossed 2  crores dgtl - Anandabazar

সূত্র মারফত জানা গিয়েছে যে, লোকসভা ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। যে কারণে মুখে হাসি ফুটেছে রাজ্যের মহিলাদের। এর প্রভাব ভোটবাক্সে পড়বে বলে অনুমান করছে রাজনীতিবিদরা। 

তবে এই প্রকল্প নিয়েই সুর চড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, '' মাসিক ১০০০ কিংবা ১২০০ নয়, প্রথমে বাংলার প্রত্যেকটি পরিবারপিছু মাসিক ৭৫০০ টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব ছিল। '' 

Abhijit Ganguly Controversy: 'গান্ধী না গডসে?' বিজেপিতে যোগ দিয়েই বিতর্ক  উসকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় - Ex Calcutta High Court Judge Abhijit  Ganguly on Gandhi or Godse says he needs to ...

বিজেপি প্রার্থীর দাবি যে, ' বাংলার স্বনামধন্য এক অর্থনীতিবিদের প্রস্তাব ‘চুরি’ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তৈরি করা হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রণব বর্ধন নাকি একবার রাজ্যের প্রত্যেকটি পরিবারপিছু মাসিক ৭৫০০ টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ‘আইডিয়া’ নেওয়া হয়েছে। '  

Add 1