নিজস্ব সংবাদদাতা: ছয় দফা দাবি জানিয়ে পুরুলিয়া (Purulia) জেলাশাসক ও জেলা শিক্ষা দফতর অধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি। এদিন পুরুলিয়া শহরের জুবিলী ময়দানে জমায়েত হন তারা। পরে সেখান থেকে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করেন সংগঠনের সদস্যারা । পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতনের নিরিখে স্থায়ীকরণ করা, সকলকে EPF প্রদান, ইচ্ছুকদের বদলির ব্যবস্থা করা, শিক্ষিকাদের CCL প্রদান, অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়ে সরব হয়ে পথে নামলেন নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি । দাবি না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।