"বম্ব চার্জ করে দেব" ভরা রাস্তায় হুমকি অখিল গিরির

ফের বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এর আগে তিনি বিতর্কে জড়ান মহিলা বন আধিকারিককে দিয়ে। তখন তিনি খুইয়েছিলেন মন্ত্রীত্ব।

author-image
Jaita Chowdhury
New Update
dseh

নিজস্ব সংবাদদাতা: ফের বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এর আগে তিনি বিতর্কে জড়ান মহিলা বন আধিকারিককে দিয়ে। তখন তিনি খুইয়েছিলেন মন্ত্রীত্ব। আর আবারও হুমকি দিয়ে তিনি জড়ালেন বিতর্কে। ভরা রাস্তায় প্রকাশ্যে হুমকি দিলেন অখিল গিরি। এবার তৃণমূলের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের উদ্দেশ্যে তিনি বললেন, “বম্ব চার্জ করে দেব।”

ঘটনাটি কী ঘটেছে? আসলে কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে তৃণমূলের দুই শিবিরে আড়াআড়ি ভাগ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার দিন ধরা পড়ে দুই শিবিরের অশান্তির চিত্র। প্রার্থীদের উদ্দেশ্য করেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। এরপর মঙ্গলবার উত্তাপ বাড়ল আরও একধাপ। কন্টাই কোপারেটিভ ব্যাঙ্কের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে বচসা ছড়ায় এই দুই গোষ্ঠী তথা দুই পক্ষ উত্তম বারিক ও অখিল গিরির মধ্যে। অভিযোগ, অখিল গিরিকে কটূক্তি এবং গালিগালাজ করেছিল উত্তমের অনুগামীরা। তার পাল্টা হিসেবে অখিল বলেন, “বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…।" অখিল গিরির হুমকি, "পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।”