বিলম্বিত বোধদয়! আমি অনুতপ্ত, পরিস্থিতি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হত: অখিল গিরি

হুমকি-শাসানির ২৪ ঘণ্টা পর মুখ খুললেন কারামন্ত্রী অখিল গিরি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
coverakhil

নিজস্ব প্রতিনিধি, তাজপুরঃ গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে বন দফতরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। একের পর এক অশালীন কথা বলার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। 

রবিবার মন্ত্রী জানান, "আমি রাগান্বিত হয়ে উত্তেজিতভাবে যে কথা বলেছি সেটা অনুচিত। একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। তবে এই পরিস্থিতি আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে"। তিনি আরও বলেন, "আমি একজন মন্ত্রী হিসেবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি। আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল"। 

শনিবার তাজপুরের গোটা ঘটনা রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্র হওয়ার পর রবিবার সকাল থেকে কার্যত থমথমে তাজপুরের ওই এলাকা। তবে বন দফতরের তরফ থেকে রাতভর ওই এলাকায় পাহারা দেওয়া হয়েছে।

Adddd