নিজস্ব প্রতিনিধি, পিংলা: আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে পিংলার তৃণমূলের মহামিছিল। উপস্থিত বিধায়ক অজিত মাইতি।
/anm-bengali/media/media_files/pgzoFb13FlU9NGaSE8bs.jpeg)
আর জি করের ঘটনায় দোষীদের শাস্তি এবং ধর্ষণ করে খুনের ঘটনায় নতুন আইন তৈরির দাবীতে রবিবার বিকেলে পিংলায় মিছিল করল তৃণমূল।পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতিসহ অনান্যরা। পিংলা বাজার জুড়ে এই মিছিলটি সংগঠিত হয়।
/anm-bengali/media/media_files/iDK4PtWAokgm6lNj9vcw.jpeg)