AIIMS কল্যাণীতে বিরাট নিয়োগ, জেনে নিন কারা পাবেন এই সুযোগ

২২টি বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত চেয়েছে এইমস কল্যাণী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1563261441phptJS1s5.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড AIIMS কল্যাণীতে নিয়োগের জন্য ২২টি বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ নীচে দেওয়া হল।

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৭ জনকে নেওয়া হবে। আবেদনকারীদের বিএসসি ওটি টেকনিক জানতে হবে।
  • স্পিচ থেরাপিস্টের পদে ১ জনকে নেবে কর্তৃপক্ষ। বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।

     

  • ওটি টেকনিশিয়ান পদে হবে ৩ জন নিয়োগ। বিএসসি ওটি টেকনিক জানা প্রার্থী চাইছে এইমস।

     

  • ম্যানেজার/সুপারভাইজার/গ্যাস অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জনকে নেওয়া হবে। সেই ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

     

  • ডিইও পদে ৫ জনকে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে কেবল ১০+২ উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ পাওয়া যাবে।

  • ল্যাব টেকনিশিয়ান পদে হবে ৬ জনের নিয়োগ। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে HS + DMLT উত্তীর্ণ হতে হবে। 

     

 

 

অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ অগস্ট, ২০২৩।