নওশাদ বনাম TMC! কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছেন বিধায়ক

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে আসন্ন এই ভোটকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তরজা। এরই মাঝে ফের একবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

author-image
SWETA MITRA
New Update
naushad mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। কারচুপির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে খবর। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) হওয়ার কথা রয়েছে। কিন্তু এদিকে ভোটের আগেই একের পর এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে শাসক দল তৃণমূল (TMC)। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন একাধিক বাম, আইএসএফ কর্মীর মনোনয়ন বাতিল করে দিয়েছে বলে অভিযোগ। কমিশনের বক্তব্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে বহু প্রার্থীর নমিনেশন বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।