পঞ্চায়েত ভোটের আগে মামলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এদিকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই একাধিক জায়গা থেকে হিংসার খবর শোনা যাচ্ছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।

author-image
SWETA MITRA
New Update
cisf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। এদিকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সরগরম হয়ে উঠেছে বাংলা। দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। এদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। ৪টি মামলা রুজু করেছে পুলিশ।

মতুয়াদের গড় হিসেবে পরিচিত ঠাকুরনগরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রায় তুলকালামের অভিযোগ ওঠে গতকাল। গাইঘাটার বিএএমওএইচও এই মামলা দায়ের করেন।  কাজে বাধা ও এক অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

এরপর ঠাকুরনগরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ সহ একাধিক ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল পঞ্চায়েত ভোটের আবহেই তুলকালাম কাণ্ড ঘটে ঠাকুরনগরে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন।

গতকাল রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর পৌঁছানোর আগেই অশান্ত হয়ে ওঠে মতুয়াদের গড়। বন্ধ করে দেওয়া হয় ঠাকুরবাড়ি। এমনকি মহিলাদের সঙ্গে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে। এই ইস্যুতে সরব হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এক টুইট বার্তায় অভিষেক লেখেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তনু ঠাকুরের সিআইএসএফ-এর সঙ্গে ঠাকুরবাড়ি মন্দিরে জুতো পরে ঢোকা অত্যন্ত অসম্মানের বিষয়। সিআইএসএফ-এর জওয়ানরা মহিলা ভক্তদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তারা রাজনীতির নামে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।‘

রবিবার গাইঘাটার ঠাকুরনগরে মতুয়াদের পীঠস্থান হিসেবে খ্যাত ঠাকুরবাড়িতে অভিষেকের পা রাখার আগেই অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর শোনালেন শুদ্ধিকরণের কথা। তিনি বলেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি থেকে ঘুরে যাওয়ার পরই গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা ঠাকুরবাড়ি।''এদিকে, শনিবার বিকেল থেকেই হৈ হৈ কাণ্ড। কী হয়েছে? ঠাকুরবাড়ির আশেপাশে এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স, পোস্টার লাগানো হয়েছে প্রচুর পরিমাণে। মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে লাগানো হয়েছে সকল পোস্টার, যার নিচে লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। পোস্টার-ফ্লেক্সগুলিতে লেখা হয়েছে  ‘শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে কুরুচিকর ভাবে অপমান করার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার।’

পঞ্চায়েত ভোটের আগে মতুয়াদের গড় ঠাকুরনগরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আসা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৈরি হচ্ছিল চাপা উত্তেজনা। এদিকে তৃণমূলের এই সাংসদের নিরাপত্তা ব্যবস্থা দেখে রীতিমতো বোমা ফাটান বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) । তিনি রবিবার বলেন, "ও কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওর কোনও গুরুত্ব নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে এসেছেন। কিন্তু, আজকের মতো পুলিশ সেই সময়ও ছিল না।"