নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোর আগে রাজ্যে মারণ থাবা বসিয়েছে ডেঙ্গু (Dengue), ম্যালেরিয়া (Malaria)। এরই সঙ্গে আবার দোসর হয়েছে কালাজ্বর (Black Fever)। হ্যাঁ ঠিকই শুনেছেন। হু হু করে রাজ্যে বাড়ছে কালাজ্বরে আক্রান্তের সংখ্যা । সবথেকে বেশি ভয় ধরাচ্ছে হাওড়া। কারণে সেখানে কালাজ্বরে আক্রান্ত হয়ে সম্প্রতি এক বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। সরকারী মতে, রাজ্যে এখনও অবধি কালাজ্বরে আক্রান্ত ১১ জন।