প্রচারে অগ্নিমিত্রা

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের ময়দানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। জামুড়িয়া থেকে প্রচার শুরু করলেন তিনি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
৫৬

নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়া : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্রথমবার জামুড়িয়ায় প্রচার শুরু করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। জামুড়িয়ার হিজল পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুল গ্রামে দলীয় কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যত দিন যাচ্ছে তাদের কর্মীদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার বাড়াচ্ছে শাসক দল। মনোনয়ন পর্বে সন্ত্রাসের জন্য তারা জামুড়িয়ায় ১১২ টি গ্রাম সংসদের মধ্যে মাত্র ৩২ টি এবং ৫০ সমিতিতে ১৮ টি মনোনয়নপত্র জমা দিতে পেরেছিলেন। এরপরও গতকাল শ্যামলা অঞ্চলে দেওয়াল লিখন করার সময় জামুড়িয়া মন্ডল টু বিজেপি সভাপতি রমেশ ঘোষ সহ তিনজনকে তৃণমূলের দু'নম্বর জামুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে ব্যাপক মারধর করা হয়েছে। তাদের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেওয়া হচ্ছে। এরপরও তারা পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবেন বলে জানান অগ্নিমিত্রা পল।

অগ্নিমিত্রা পল এর অভিযোগের ভিত্তিতে জামুড়িয়া দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধার্থ রানা জানান, অগ্নিমিত্রা পল ভিত্তিহীন অভিযোগ করছেন। গতকাল শ্যামলা অঞ্চলে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিচ্ছিল বিজেপি নেতাকর্মীরা। সে সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বিষয়টা তার নজরে এলে তিনি এর প্রতিবাদ করেন। এরপর তাকে ও তার দুইজন সঙ্গীকে ধাক্কা দেয় রমেশ ঘোষ ও তার দলবল। এলাকায় অশান্তি ছড়াবার জন্য মিথ্যা অভিযোগ করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলে জানান সিদ্ধার্থ বাবু।