কাল ভোট, ঠিক কয়েক ঘণ্টা আগে রাস্তায় বসে পড়লেন অগ্নিমিত্রা পল!

ভোটের আগের সন্ধ্যায় বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
agnimitra paul

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাত পোহালেই ভোট আর তার আগেই মেদিনীপুর শহরে জেলাশাসক কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কয়েকটি কাগজে লেখা পোস্টার নিয়ে একটি চেয়ারে একাই বসে রয়েছেন। 

agniangry

বিজেপি প্রার্থীর অভিযোগ, মেদিনীপুর লোকসভা জুড়ে বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। রাতে তাদের বাড়িতে গিয়ে হেনস্থা করা হচ্ছে। কেন করছে পুলিশ তার জবাব চাইতেই রাস্তায় নামলেন বিজেপি প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় এমনই চিত্র দেখা গেল মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায়। তবে ভোটের আগে দলবদ্ধভাবে থাকা যাবে না জেনেই একাই বসে রয়েছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, "বিভিন্ন এলাকায় আমাদের কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গিয়ে হেনস্থা করছে। কালকে সারারাত আমাদের যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, জেলা নেতা অরূপ দাস, শুভজিৎ রায়, শংকর গুছাইত, খড়গপুর গ্রামীণের পঞ্চায়েতসহ আমাদের কার্যকর্তাদের হয়রান করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আমাদের কার্যকর্তারা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের দোষটা কী? আমি পুলিশের কাছে জানতে চাই কেন এটা করা হচ্ছে? কেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর পুলিশ অভিযান চালাচ্ছে? আমরা বিজেপি করি বলে তার জন্য কি অভিযান চলছে? যাতে আমরা কালকে ভোট করাতে না পারি তার জন্য চেষ্টা চালাচ্ছে"। পাশাপাশি একাধিক থানার আধিকারিককে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

 tamacha4.jpeg