নিশানায় কাঞ্চন মল্লিক, তীব্র কটাক্ষ অগ্নিমিত্রা পালের

অগ্নিমিত্রা পাল তীব্র কটাক্ষ করেন বিধায়ক কাঞ্চন মল্লিককে। তিনি বলেন, "ব্রিটিশরা বলতেন ভারতীয় ও কুকুরের প্রবেশ নিষিদ্ধ। তৃণমূলের বিধায়ক বলছেন সাংবাদিক, গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীদের প্রবেশ নিষিদ্ধ।"

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bjp agnimitara.jpg

নিজস্ব সংবাদদাতা : বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের রিসেপশনের পার্টি নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই পার্টিতে সতর্কীকরণ করা হয়েছিল, সাংবাদিক, নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালক প্রবেশ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় নিন্দার তীব্র ঝড় বয়ে যায়। এবার ঘটনাটি নিয়ে সরব বলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

GIJqIgqW0AAlPnk.jpg

shreemayee and kanchan.jpg

তিনি বলেন, "আমরা খুব বেশি পরিবর্তন করতে পারিনি। ব্রিটিশরা বলেছিলেন ,'ভারতীয় এবং কুকুরের প্রবেশের অনুমতি নেই'।  মা মাটি মানুষের সরকারের বিধায়ক বলছেন, 'চালক, নিরাপত্তা রক্ষী ও সাংবাদিকের প্রবেশের অনুমতি নেই।' একটি বর্ণবাদী পন্থা। ব্রিটিশরা বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। তৃণমূলও শীঘ্রই বাংলা ছাড়তে বাধ্য হবে।"

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg