আরজি করের ভুল আর নয়! জয়নগরে নাবালিকার দেহ সংরক্ষণের দাবি অগ্নিমিত্রা পালের

জয়নগরে নাবালিকার দেহ সংরক্ষণের দাবি অগ্নিমিত্রা পালের।

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitra paul dfh.jpg

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের আবহে  জয়নগরে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তার সঙ্গে রাজনৈতিক চাপান উতোর চলছে। তৃণমূল সাংসদ  প্রতিমা মণ্ডল ঘটনাস্থলে যেতেই গো ব্যাক স্লোগান উঠতে থাকে। মৃত নাবালিকার দেহ সংরক্ষণ করে ফের ময়নাতদন্তের দাবি জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বাম নেতৃত্ব।

গতকাল চতুর্থ শ্রেণির নাবালিকা টিউশন থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে যায়।  পুলিশ চৌকিতে গুরুত্ব দিতে চায়নি। রাতে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ চৌকি ভাঙচুর করেন। ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে সাংসদ সেখানে যান। তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসায় অভিযুক্ত ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে। 

 tamacha4.jpeg