'তৃণমূল = অভিশাপ', মমতা সরকারকে তুলোধনা বিধায়কের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নতুন করে আক্রমণ করলেন বাংলার বিধায়ক।

author-image
SWETA MITRA
New Update
agni mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এগিয়ে বাংলা নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি এক টুইট বার্তায় একটি খারাপ রাস্তার ভিডিও প্রকাশ্যে সকলের সামনে তুলে ধরেন। এরপর লেখেন, ‘সিপিএম ও তৃণমূলের ৩৪ থেকে ১৩ বছর শাসনের পরেও আসানসোলের সালডাঙা গ্রামে কোনও নতুন রাস্তা নেই।  মূল সড়কে যেতে হলে মুমূর্ষু রোগীদের রীতিমতো কাঁধে বহন করে নিয়ে যেতে হয়। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের 'এগিয়ে বাংলা' কিন্তু নয়, বরং 'বঞ্চিত ও অভিশপ্ত বাংলা' মডেল।

তৃণমূল = অভিশাপ।‘