নিজস্ব প্রতিবেদন : প্রায় ২ বছর পর জেল থেকে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ২০২২ সালে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করেছিল সিবিআই। ২১ মাস পর দিল্লির তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। আদালত ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে অনুব্রত মণ্ডল কে।
গ্রেফতারের আগে অনুব্রত মণ্ডল কে বাংলার মানুষ একেবারে দেখেছিল অন্য ধাতে। বলতে গেলে একরকম রংবাজ মুডে সবসময় থাকতেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের কথা বলার ধরন জনপ্রিয় হয়ে উঠেছিল রাজনৈতিক ময়দানে। জামিনে মুক্তি পাওয়ার পর সেই অনুব্রত মণ্ডল কে অনেকটাই নিশ্চুপ দেখেছিল বাংলার মানুষ। তবে কি অনুব্রত মণ্ডল আগের মেজাজে আর ফিরবেন না? এই প্রশ্ন ঘিরে ধরেছিল অনুব্রত মণ্ডলের অনুরাগীদের। কিন্তু সম্প্রতি এই প্রশ্নের জবাব অনুব্রত মণ্ডল নিজেই দিলেন।
প্রায় দু বছর পর মুখোমুখি বসলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্বের কথা কারোরই অজানা নয়। এদিন কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে কি কি কথা হয়েছে সাংবাদিক মহল থেকে সে কথা জানতে চাওয়া হলে অনুব্রত মণ্ডল তার পুরনো মেজাজে বলেন, 'আমাদের মধ্যে পার্টি নিয়ে কি গোপন কথা হয়েছে তা আমি আপনাদের বলব? আপনি আপনার অফিসের মধ্যে কি কি গোপন কথা হয় আমাকে একটু বলুন না'। অনুব্রত মণ্ডলের এই উত্তরে স্পষ্ট বোঝা যায় যে তিনি ধীরে ধীরে আবার পুরনো মেজাজে ফিরছেন।