নতুন করে উত্তেজিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বন্ধ করে দেওয়া হল রোগী পরিষেবা

মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বেশ কিছু ঘর থেকে চুরির ঘটনা ঘটেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত রোগী পরিষেবা। অন্যদিকে মেডিকেল সুপার এর ঘরের সামনে বসে বিক্ষোভ দেখালেন কর্মীরা। এরপরে সুপার অফিস আসলে ভিতরে ঢুকেও চলে বিক্ষোভ। 

জানা যায় গত ২৪ তারিখ ১ সাফাই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কেন নির্দোষ থাকার পরও তাকে গ্রেফতার করল পুলিশ, তাই জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অস্থায়ী কর্মীরা।

Medical College

অন্যদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বেশ কিছু ঘর থেকে চুরির ঘটনা ঘটেছিল। এর পরেই সিসি ক্যামেরা ফুটেজ দেখা হয়। জানা যায় সাফাই কর্মী চন্দন মল্লিক সুপারভাইজারের নির্দেশ অনুযায়ী একটি ঘরের তালা ভেঙে পরিষ্কার করেছিল। এরপরেই ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। এদিন তা নিয়েই উত্তেজনা ছড়ায়।

এদিকে সকাল থেকে দীর্ঘক্ষণ টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। উপচে পড়া ভিড় হাসপাতাল চত্বরে। কিন্তু তারপরও মিলছে না পরিষেবা। 

বিক্ষোভ কারীদের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে সেই সাফাই কর্মীকে ছাড়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

north bengal medical college