মালদায় ফের শ্যুট আউট, খুন তৃণমূল কর্মী, আশঙ্কাজনক তৃণমূলের অঞ্চল সভাপতি

এবার আরও এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ায়, গোষ্ঠীকোন্দলের তত্ত্বই ফের জোরালো হয়ে উঠল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shooto1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের গুলি চলল মালদায়। তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় তোলপাড় যখন রাজনীতি, তখন ফের ঘটল একই ঘটনা। ফের প্রকাশ্যে গুলি চলল আরও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে। আর তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল আরও এক তৃণমূল কর্মী। গুলির আঘাতে হত তৃণমূল কর্মী হাসু শেখ। অন্যদিকে মালদায় কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং আক্রান্ত আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। তাঁদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলেরই অপর এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। সেই হামলাতেই চলে গুলি। গুলির আঘাতে প্রথমে আহত হন তিনজন। তাঁদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসকেরা হাসু শেখকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

crime scene.jpg

প্রসঙ্গত, দুলাল সরকার খুনের ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, কীভাবে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে খুন করা হয় দুলাল সরকারকে। ওই ঘটনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সদ্য মালদা ঘুরে এসেছেন তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। আর এবার আরও এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ায়, গোষ্ঠীকোন্দলের তত্ত্বই ফের জোরালো হয়ে উঠল।

shoot out