BIG NEWS: আবার রাজ্যে ট্রেন বিভ্রাট! থমকে গেল বর্ধমান-হাওড়া লোকাল

পশ্চিমবঙ্গে আবার ট্রেন বিভ্রাট। হঠাৎ করে থমকে গেল বর্ধমান-হাওড়া লোকাল। কী ঘটল এবার? পড়ুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
local train

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আবার বাংলায় ট্রেন বিভ্রাট। এবার বর্ধমান-হাওড়া শাখার শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে প্যান্টোগ্রাফ ভেঙে থমকে গেল ডাউন বর্ধমান-হাওড়া মেইন লাইন লোকাল। ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভাঙলেও আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল।

জানা গেছে যে গতকাল বিকেল ৫টা ৪১ মিনিট থেকে ডাউন মেইন শাখার লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে। উল্লেখ্য, গত দেড় মাস ধরে বর্ধমান রামপুরহাট লুপ লাইনে ও বর্ধমান-হাওড়া শাখায় বার বার প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচলে সমস্যা ঘটেই চলেছে।