নিজস্ব সংবাদদাতা: গত বুধবার প্রায় ৪০ দিন পর ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট ছোট গাড়ি যাতায়াত শুরু করে। আর শুক্রবার আসতেই ফের নামলো ধস। ভারী বৃষ্টির জেরে তিস্তা বাজারের কাছে নামে ধস। ফলে কালিম্পং-এর সাথে যোগাযোগ সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন হয়ে যায় এদিন। ২৮ মাইল, ২৯ মাইল, রবিঝোরা-সহ একাধিক জায়গায় ধস নেমে বিপর্যন্ত জনজীবন। বন্ধ হয়ে পড়েছে যান চলাচলও। এমনকি সিকিমের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারী বৃষ্টির জেরেই ধস নামে এই সব এলাকায়। ইতিমধ্যেই সকল পর্যটককে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।