নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ দফায় মৃত্যুলীলা যেন পিছু ছাড়ছে না কিছুতেই। একের পর এক মৃত্যু যেন এরাজ্যের ভোটকে আরও সন্ত্রাসযুক্ত করে তুলছে। নন্দীগ্রাম, মহিষাদলের পর এবার ঝাড়গ্রাম।
ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকায় শনিবার সকালে ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম উত্তম মাহাতো, তার বাড়ি কুরকুট সোল গ্রামে, তার বয়স প্রায় ৩৫ বছর, পেশায় গাড়ি চালক। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তার ক্ষতবিক্ষত মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখেন। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মাঠে উত্তম মাহাতোর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। লোক মুখে শুনে তার পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেখে উত্তম মাহাতোর দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে লালগড় থানার বিশাল পুলিশ বাহিনী।
যে এলাকায় উত্তম মাহাতোকে নৃশংস ভাবে খুন করা হয়েছে সেই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে। তবে কি কারনে কে বা কারা উত্তম মাহাতোকে নৃশংসভাবে খুন করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। এদিকে এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তবে কমিশনের প্রাথমিক অনুমান, এর সাথে ভোটের কোনও যোগ নেই।