'সব সিভিক সঞ্জয় রায় নয়!' প্রমাণ করলেন ডেবরার সিভিক ভলেন্টিয়াররা

শিরোনামে এলো ডেবরার এক ভিলেজ পুলিশ ও তিন জন সিভিক ভলেন্টিয়ার। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
civic.jphg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সব সিভিক সঞ্জয় রায় নয়! এই কথাটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রমান করেছেন প্রকৃত সিভিক ভলান্টিয়াররা। কখনও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানো, তো কখনও কোথাও ডাকাতি রুখে দেওয়া, আবার কোথাও বা চুরি রুখে দেওয়া। আর এই ধরনের চুরি রুখে দিয়ে শিরোনামে এলো ডেবরার এক ভিলেজ পুলিশ ও তিন জন সিভিক ভলেন্টিয়ার। 

গত পরশু রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের পশ্চিমলহনা বাজার এলাকার ঘটনা। ডেবরা ব্লকের চকমানু এলাকার বাসিন্দা শিবশংকর প্রামানিক পশ্চিমলহনা বাজারে অনুস্টান দেখতে এসেছিল। বাইকটি লক থাকা সত্ত্বেও দুই জন নিয়ে চম্পট দিচ্ছিল। কিছুটা দূরে কর্মরত ভিলেজ পুলিশ অনল কান্তি ভুঁইয়া ও তিন সিভিক চন্ডী চরন পড়িয়া, অরিন্দম মাইতি এবং মিলন প্রধান ছিল। তাদের সন্দেহ হয়। বাইক থামিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলে ধরা পড়ে যায় ওই দুই অভিযুক্ত। 

x

তৎক্ষনাৎ খবর দেওয়া হয় ডেবরা থানায়। পুলিশ এসে বাইকটি উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে। অপরদিকে এই ঘটনায় বাইকের মালিক ধন্যবাদ জানিয়েছেন অনল এবং তার টিমকে। তিনি আরো বলেন, “সব সিভিক সঞ্জয় রায় নয়। এখনও ডেবরায় অনেক ভালো সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা সত্যিকারের কিছু কাজ করে। তাদের মধ্যেই এরা পড়েন। আমি ডেবরা থানার পুলিশকেও ধন্যবাদ জানাই”।