শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে

পরে হাসপাতাল চত্বরে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Child

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিশু মৃত্যুকে কেন্দ্র করে সরগরম ঘাটাল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের। জানা গেছে,গত শুক্রবার রাতে ঘাটালের শিমুলিয়া এলাকার এক প্রসূতি ভর্তি হয়েছিলেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার প্রসূতি পুত্র সন্তানের জন্ম দেন, স্বাভাবিক ছিল সদ্যজাত।

গতকাল থেকে হঠাৎ সদ্যজাত সন্তান খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। শিশুর পরিবারের অভিযোগ, এনিয়ে একাধিক বার কর্মরত নার্স ও চিকিৎসককে জানানো হলেও তার তেমন গুরুত্ব দেয়নি উল্টে জানানো হয় শিশুটি ভালোই আছে। পরিবারের দাবি, আজকের ভোরে শিশুটি মারা যায়। 

nvuuyuiok

শিশুটি ভালো আছে নার্স, চিকিৎসকরা জানালেও হঠাৎ কি এমন হল শিশুটি মারা গেল? নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ সাতসকালে সুপার স্পেশালিটি হাসপাতালে জড় হয় মৃত শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্মীদের সাথে বচসায় জড়ানো থেকে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃত শিশুর পরিবারের সদস্যদের হাসপাতালের ভিতর থেকে বের করে আনে। পরে হাসপাতাল চত্বরে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা।

যদিও এবিষয়ে কর্মরত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ttt6uijiii