নিজস্ব সংবাদদাতা: চুঁচুড়া - তারকেশ্বর ১৭নং রুটে বাস উল্টে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। সোমবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হুগলি জেলার তারকেশ্বর চুঁচুড়া ১৭ নম্বর রুটের বাস উল্টে আহত হন ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি তারকেশ্বর থেকে চুঁচুড়া যাবার সময়, দশঘড়ার কিছুটা দূরে, নেলোর পাড় এলাকায় রাস্তার ধারে বাসটি উল্টে যায়। বাসটিতে ভালই প্যাসেঞ্জার ছিল বলে জানা যাচ্ছে।
এমন ঘটনার ফলে বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারের অল্প বিস্তর চোট লাগে। তবে হতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে উপস্থিত হয় ধনিয়াখালি থানার পুলিশ।
File Picture
পুলিশের প্রাথমিক অনুমান, বাসের স্টিয়ারিং কেটে যাওয়ার ফলেই এমন ঘটনা ঘটে। পুলিশের আরো দাবি, সকলকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা সকলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়। সন্ধ্যায় ক্রেন এসে বাসটিকে তুলে ধনিয়াখালি থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।