"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা
রাশিয়া কিছু "অগ্রহণযোগ্য" কথা বলেছে, দাবি করল ইউক্রেন
পুতিন-ট্রাম্প বৈঠক অপরিহার্য, তবে আগাম প্রস্তুতির প্রয়োজন এবং ফলাফল চাই!
রাশিয়া ও ইউক্রেন আলোচনা শেষ! যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ
বাতাসের গুণগত মান খুবই খারাপ! শহরে নেওয়া হল নতুন ব্যবস্থা
ট্রাম্পের দাবিতে মধ্যস্থতা ছিল না! ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জেলাশাসক, বিধায়কসহ প্রশাসনিক কর্তারা

বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
de

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি দুর্গাপুজো উদ্ধোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার বন্যা পরিস্থিতির খবর নেয় জেলা শাসকের কাছে। পাশাপাশি তিনি নির্দেশ দেন ডেবরায় ত্রাণ নিয়ে যেন কোনো সমস্যা না হয়। 

সেই মতো আজ দুপুরে ডেবরা বিডিও অফিসে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী। এদিন তিনি ডেবরা বিডিও অফিসে বিধায়ক হুমায়ুন কবীর, এস ডি ও খড়্গপুর, এবং অনান্য জনপ্রতিনিধিদের সঙ্গে ডেবরা বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। 

উল্লেখ্য, ইতিমধ্যে ১৭ দিন পার হয়ে গিয়েছে। এখনও ডেবরার কয়েকটি মৌজা জলমগ্ন। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। গতকাল ভার্চুয়ালি দুর্গাপুজো উদ্ধোধনের সময় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি এবং জেলা শাষক খুরশেদ আলি কাদেরীর সঙ্গে ঘাটাল, দাসপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেন তিনি। সেখানেই ডেবরার বন্যা প্রসঙ্গ উঠে আসে। 

 

i