নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি দুর্গাপুজো উদ্ধোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার বন্যা পরিস্থিতির খবর নেয় জেলা শাসকের কাছে। পাশাপাশি তিনি নির্দেশ দেন ডেবরায় ত্রাণ নিয়ে যেন কোনো সমস্যা না হয়।
সেই মতো আজ দুপুরে ডেবরা বিডিও অফিসে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী। এদিন তিনি ডেবরা বিডিও অফিসে বিধায়ক হুমায়ুন কবীর, এস ডি ও খড়্গপুর, এবং অনান্য জনপ্রতিনিধিদের সঙ্গে ডেবরা বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে ১৭ দিন পার হয়ে গিয়েছে। এখনও ডেবরার কয়েকটি মৌজা জলমগ্ন। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। গতকাল ভার্চুয়ালি দুর্গাপুজো উদ্ধোধনের সময় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাপতি অজিত মাইতি এবং জেলা শাষক খুরশেদ আলি কাদেরীর সঙ্গে ঘাটাল, দাসপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করেন তিনি। সেখানেই ডেবরার বন্যা প্রসঙ্গ উঠে আসে।